শয়তান

লিখেছেনঃ অনিরুদ্ধ অর্ণব বিভাগঃ কবিতা প্রকাশিতঃ ২০১৪-০৬-১৫

এ বাংলা আমার জন্মদাত্রী মা আর এ মাটি আমার মায়েরই কোল যার অপত্য স্নেহে হলাম লালিত বল, কি করে সই তার নয়নে জল! আমার মায়ের স্নেহ আর মমতায় দিনে দিনে যারা উঠছে বেড়ে তারা সবাই রে ভাই আমার আপন তাদের অস্তিত্ব আমার লহু জুড়ে কালের ঘূর্ণিপাকে প’ড়ে আমরা আজ প্রত্যেকে সাংঘাতিক স্বার্থপর স্বার্থের জন্য সব পারি – এমন কী মাতৃ-উদরে চালাতে খঞ্জর! ধিক! আমাদের ধিক! আমরা ধৃষ্ট সন্তান নিজ হাতে বধি জন্মদাত্রীর প্রাণ লাজ লাগে বলতে, মনুষ্য সন্তান মানুষ নই,আমরা ধিক্কৃত শয়তান।

শেয়ার করুনঃtwitterfacebookWhatsApp
কমেন্ট লোড হচ্ছে

    লেখক কর্নার


    জনপ্রিয় লেখা