২০০৯ সালে একটা মাল্টি-অথর ব্লগ শুরু করি। মূলত প্লান ছিলো যাদের লেখা বই মেলাতে প্রকাশিত হয় না বিভিন্ন কারণে, তাদের জন্য সাহিত্য চর্চার এক প্লাটফর্ম প্রস্তুত করা। ২০০৯ থেকে ২০১১ অবধি কয়েক হাজার লেখা নিয়ে বেশ ভালই চলছিলো সাহিত্য ডট কম।

সম্পুর্ন অবাণিজ্যিক হওয়ার কারণে পর্যাপ্ত ফান্ড আর নিয়মিত টেক-মেইন্টেন্সের অভাবে ডেটাবেজ ক্রাশ করে এবং সাহিত্য ডট কম বন্ধ হয়ে যায়। ২০১৪ তে আবার শুরু করি সাহিত্য ডট কম। কিন্তু বিধি বাম। সেই নিয়মিত টেক-মেইন্টেন্সের অভাব। ডেটাবেজ ক্রাশ। ২০১৫ তে বন্ধ হয়ে যায় সাহিত্য ডট কম।

২০২২, আবার চেষ্টা করছি। এবার আগের থেকে বড় বাজেট আর নিউ টেকনোলোজি। জানিনা কতদূর যাওয়া সম্ভব হবে, তবে চেষ্টা থাকবে অবিরত।

আর পুরনো ১৫০ এর মত লেখা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। আপনাদের কাছে লেখা আহ্বান করছি। আপনারা এই লিঙ্ক থেকে লেখা জমা দিতে পারেন। অথবা [email protected] এ লেখা ই-মেইল করতে পারেন।

আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

    লেখক কর্নার


    জনপ্রিয় লেখা